ভেদরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
1 min readবিশেষ প্রতিনিধিঃ
স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ভেদরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুন) বেলা ১১টায় ভেদরগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াছেল কবির।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ও মাষ্টার মো: সালাউদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আতিকুল ইসলাম মিয়া, এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা, সহকারী ভূমি কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী অভিভাব।
অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম।
এছাড়াও উপজেলা হলরুম মিলনায়তনে ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন বক্তারা।
সংবাদ সম্পর্কে আপনার মতামত