শরীয়তপুর পোর্টাল গ্রন্থাগারে “শরীয়তপুর জেলায় কর্মরত কর্নার” উদ্বোধন

1 min read

স্টাফ রিপোর্টার//  গতকাল (২৫ মার্চ ২০২২) সন্ধায়  শরীয়তপুর পোর্টাল গ্রন্থাগারে “শরীয়তপুর জেলায় কর্মরত কর্নার” শুভ উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলায় অবস্থিত মনোয়ারা সিকদার মেডিকেল কলেজের পরিচালক  পুষ্পেন রায়। পুষ্পেন খুলনা জেলায় বাটিয়াঘাটার অধিবাসী।  এ সময় উপস্থিত ছিলেন,  ডা: তাসফিয়া মাহমুদ চৌধুরী,  ডা: নাজমুল সাদাত, ডা: দ্বীন ইসলাম মাসুম।

পুষ্পেন রায় তার রচিত ৮ টি বই উপহার দেওয়ার মাধ্যমে শরীয়তপুর জেলায় কর্মরত কর্নার এর শুভ সুচনা ঘোষণা করেন। দেশের বিভিন্ন জেলার যে সকল ব্যক্তিবর্গ শরীয়তপুরে কর্মরত থেকে সাহিত্যচর্চা করেন তাদের বইগুলো এ কর্নারে সংরক্ষণ করা হবে।

গত ২১ ফেব্রুয়ারী শরীয়তপুর পোর্টাল গ্রন্থাগারের উদ্যোক্তা পরিষদের সভায় “শরীয়তপুর লেখক ও পাঠক সংযোগ বর্ষ” ঘোষণা দেয়া হয়। ঘোষিত বর্ষের লক্ষ্য হবে শরীয়তপুর জেলার লেখক, কবি, সাহিত্যিকদের সংগে শরীয়তপুর জেলার পাঠকের মাঝে সেতু বন্ধন রচনার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ। একই সাথে শরীয়তপুর জেলার কর্মরত দেশের বিভিন্ন জেলার কবি সাহিত্যিক গণের সঙ্গে শরীয়তপুর জেলার পাঠকদের সংযোগ সাধনের লক্ষ্যে  শরীয়তপুর পোর্টাল বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে।

শরীয়তপুর পোর্টাল গ্রন্থাগারের লেখক-পাঠক সংযোগ বর্ষের ধারাবাহিকতায় “শরীয়তপুর জেলায় কর্মরত কর্নার” উদ্বোধন করা হয়।

পুষ্পেন রায় তার আলোচনায় শরীয়তপুর জেলার সাহিত্য, সাহিত্যিক ও সাহিত্য সংগঠন গুলোর সাথে একাত্ন হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সেই সাথে শরীয়তপুর জেলায় সকল গ্রন্থাগারে তার রচিত বই উপহার দেয়ার ঘোষণা দেন।
শরীয়তপুর পোর্টাল গ্রন্থাগারের সমন্বয়কারী সুলতান মাহমুদ জানান, মুলত লেখক কবি পুষ্পেন রায়ের অনুপ্রেরণায় শরীয়তপুর জেলায় কর্মরতদের কর্নারের প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করা হয়। বিভিন্ন জেলার লেখক ও কবি গণের যারা শরীয়তপুরে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন তাদের অবদানকে আমরা সংগ্রহ ও সংরক্ষণ করতে চাই। পুষ্পেন রায়ের দেয়া উপহার জেলার গ্রন্থাগারগুলোর মাঝে পৌছে দিতে শরীয়তপুর পোর্টাল সহযোগীতা করবে।

এরপর অতিথিবৃন্দ ভেদরগঞ্জের উন্মুক্ত গ্রন্থাগার পরিদর্শন করেন এবং বই উপহার দেন। উন্মুক্ত গ্রন্থাগার ও ৬৪ জেলার মাটি দিয়ে নির্মিত মানচিত্র দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.